Image description

সুলতানি-মুঘল আমলের ঐতিহ্যকে ধারণ করে রাজধানী ঢাকার রাজপথে হয়েছে ঈদ আনন্দ মিছিল।

সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে ছিল সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এ ছাড়া সুলতানি মোগল আমলের ইতিহাসচিত্র সম্বলিত পাপেট শো আয়োজন করা হয়। যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ করা হয়।

মিছিলে অংশ নেওয়া একাধিকজন জানান, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে। সত্যিই খুবই ভালো লাগছে। এমন আয়োজন যদি প্রতিবছর হয়, তাহলে ঈদের আনন্দ আরও বহুগুণ বেড়ে যাবে। 

তারা আরও জানান, আগে এমন ঈদ মিছিলের কথা শুনতাম, কিন্তু কখনও দেখার সৌভাগ্য হয়নি। আমাদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এমন আয়োজন বারবার হওয়া উচিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমাদের উদ্দেশ্য ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা। এই ঈদ আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।

বেলা ১১টার দিকে এক ফেসবুক পোস্টে ‘সুলতানি আমলের এই ঐতিহ্য ঈদ মিছিল সফল করায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ’ জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ঈদ আনন্দ উৎসব ২০২৫।