Image description

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ব্যাংকক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং প্রতিবেশী দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক অনুষ্ঠানে যোগ দেন।