Image description

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় প্রায় পাঁচ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঘরমুখো মানুষ ও লাঙ্গলবন্দ পুণ্যস্নানে আসা পুণ্যার্থীরা। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এই মহাসড়কে তীব্র যানজট দেখা গেছে।

দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া থেকে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পর্যন্ত তীব্র যানজট রয়েছে। এতে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

দেশের বিভিন্ন স্থান থেকে লাঙ্গলবন্দ পূণ্যস্নানে আসা পুণ্যার্থীরা বলছেন, গজারিয়া থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত আসতেই ঘণ্টা খানেক সময় লাগছে। অনেকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই স্নান উৎসবে যোগ দিচ্ছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, ঈদের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে এছাড়া লাঙ্গলবন্দের পুণ্যস্নানে প্রচুর পুণ্যার্থীর আসায় গাড়ির চাপ বাড়ছে তাই যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।