
বাংলাদেশি পণ্যে আমেরিকায় শুল্ক বৃদ্ধির ফলেও দেশটিতে রপ্তানি কমবে না বরং বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমেরিকায় বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনায় শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠক শুরুর আগে প্রেস সচিব বলেন, ‘আজকের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হবে। আমেরিকাসহ পশ্চিমের বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে।’
শফিকুল আলম বলেন, ‘আমরা এমন কিছু করব যার ফলে বর্তমানে বাংলাদেশ আমেরিকায় যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে বাড়বে। আমি এটা বলে দিতে পারি আমেরিকায় বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে।’
বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন।
এদিকে, আমেরিকা থেকে পণ্য আমদানিতে শুল্ক-কর কমানো যায় কি না, তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানা গেছে, আমেরিকা থেকে আড়াই হাজারের মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের ওপর শুল্ক-কর কত, তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া আমেরিকা থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও একই চিন্তাভাবনা করা হচ্ছে।
এদিকে, লিজের পণ্যেও শুল্ক-কর সুবিধা বাড়ানো যায় কি না, তা–ও খতিয়ে দেখছে এনবিআর। আগামী রোববার এ নিয়ে বৈঠক ডেকেছে এনবিআর। গত বুধবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা।
Comments