Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ (রোববার) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খুলেছে। এর আগে গতকাল শনিবার (০৫ এপ্রিল) ছুটি শেষ হয় এসব প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের। 

ঈদের আগে সর্বশেষ ২৭ মার্চ (বৃহস্পতিবার) এসব অফিস খোলা ছিল। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি।

সচিবালয়ে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা বিনিময় করছেন। ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে, বারান্দা, সিঁড়ি, লিফট, সবত্রই চলছে এ শুভেচ্ছা বিনিময়।

গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য টানা ৯ দিনের ছুটি মিলে।

গত ৩১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারণ করা ছিল।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। এরপর ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।