Image description

দিনাজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ঘণ্টার অবিরাম চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এতে অফিসের গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এ সময় চতুর্থ তলায় রেস্ট হাউজে আটকা পড়ে আহত হয়েছেন দুই সরকারি কর্মকর্তা।

ভবনে আটকে পড়া ব্যক্তিরা হলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলাম এবং এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মুন্না হোসেন।

দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের কিছু ফাইলপত্র পুড়ে গেছে। চতুর্থতলার আবাসিক কক্ষে দুইজন গেস্ট ছিলেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমরা কাজ করছি।