Image description

অপহরণের পাঁচ দিন পরও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহরণ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। তাঁদেরকে উদ্ধারে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী। এ ছাড়া খাগড়াছড়ির বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে অপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সকাল ১০টা থেকে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা- শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ‘‘খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজ।’’

এর আগে, অপহৃতদের সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।

গত বুধবার (১৬ এপ্রিল) বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী রিশন চাকমা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।