
সরকারি কর্মকর্তাদের গাড়ি বহরে হুটার বা সাইরেন ব্যবহার বন্ধ জরুরি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইনের খসড়া বিধিমালায় পরিবর্তন আসছে। এতে সড়কে দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পারবে পুলিশ।
আজ বুধবার শব্দদূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক কর্মশালায় পরিবেশ ও বন উপদেষ্টা এ কথা জানান।
শব্দ দূষণকে বলা হয় নীরব ঘাতক। শ্রুতিসীমা অতিক্রমকারী যেকোনো শব্দই শ্রবণশক্তি নষ্ট করে। গাড়ির হর্ন, নির্মাণকাজ, মাইকের ব্যবহার, শিল্প-কারখানা কোনো ক্ষেত্রেই শব্দ দূষণের নিয়ম মানা হচ্ছে না। এ কারণে দিন দিন ভয়াবহভাবে বাড়ছে শব্দ দূষণ।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের তৃতীয় সংশোধনী কর্মশালার আয়োজন হয় রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে। এতে আলোচকরা জানান, দূষণ নিয়ন্ত্রণে আইনের দুর্বলতায় কার্যকর পদক্ষেপ নিতে পারে না আইনশৃংখলা বাহিনী।
সভায় পরিবেশ ও বন উপদেষ্টা জানান, সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের গাড়ি বহরে হুটার বা সাইরেন ব্যবহার হয়। এই ধরনের চর্চা বন্ধ হওয়া জরুরি।
কর্মশালায় উপদেষ্টা বলেন, আইনের শক্ত প্রয়োগ হচ্ছে না। তাই শব্দ দূষণ আইনের দুর্বল বিধিমালা সংশোধন করার কাজ চলছে।
Comments