
সাতক্ষীরার তালা উপজেলায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কারাদণ্ডের প্রতিবাদে সাংবাদিক সংগঠনগুলো ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। টিপুকে নিঃশর্ত মুক্তি এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের অপসারণ দাবি করে ঢাকা, সাতক্ষীরা ও তালায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সাংবাদিকরা অভিযোগ করেছেন, দুর্নীতির খবর প্রকাশের প্রতিশোধ নিতেই টিপুকে আদালতের নামে একতরফা শাস্তি দেওয়া হয়েছে। আজ সাতক্ষীরায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে টিপুর মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
দাবি আদায় না হলে আজ সাতক্ষীরায় সাংবাদিকরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে স্মারকলিপি দেয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তালা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজন করে মানববন্ধনের। সাতক্ষীরায়ও মানববন্ধন করেন সাংবাদিকরা।
Comments