Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক উচ্চ পর্যায়ের একটি প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শিমুল আকতার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণে পূর্বনির্ধারিত এই কর্মশালাটি বাতিল করা হয়েছে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টার যুক্ত থাকার কথা ছিল। এছাড়া প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিত থাকার কথা ছিল।

মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন—বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) উপস্থিতি এতে বাধ্যতামূলক করা হয়েছিল। হঠাৎ এই স্থগিতাদেশের ফলে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বিত প্রস্তুতির কার্যক্রম আপাতত থমকে গেল।