Image description

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে কারিগরি ত্রুটির কারণে বাদ পড়া ৮ জন পরীক্ষার্থীকে নতুন করে উত্তীর্ণ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানায়, গত ২৭ নভেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রস্তুত করার সময় কারিগরি ত্রুটির কারণে আটজন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি কমিশনের নজরে আসার পর যাচাই-বাছাই শেষে তাদের উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

নতুন করে উত্তীর্ণ ৮ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো– ১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ ও ১৮০১০২৮২।

এর আগে গত ২৭ নভেম্বর প্রকাশিত ফলাফলে ৪ হাজার ৪২ জন প্রার্থীকে উত্তীর্ণ দেখানো হয়েছিল। নতুন ৮ জন যুক্ত হওয়ায় মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫০ জনে।

পিএসসি আরও জানিয়েছে, চলতি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ বিসিএসের মৌখিক পরীক্ষা বা ভাইভা শুরু হতে পারে। সময়সূচি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।