বিজয় দিবসে ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী সব গান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তায় এ প্রজন্মের শিল্পীদের কণ্ঠে একাত্তরের সেই উদ্দীপনামূলক গানগুলো শোনার জন্য সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দিনেই বিশ্ব মানচিত্রে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাঙালি। নিজস্ব ভূখণ্ড আর লাল-সবুজ পতাকার গৌরবময় এই দিনটি উদযাপনে প্রতিবছরের মতো এবারও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।




Comments