Image description

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট এবং ভোটের আগে-পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

কমিশনার বলেন, বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার নেয়া হবে সরকারি এবং আধা সরকারি ব্যাংকের কর্মকর্তাদের থেকে।

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুই জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন।

ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটের আগের রাতে ব্যালট কেন্দ্রে পৌঁছানো হবে। আর সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।