Image description

নির্বাচনে কে জয়ী হলো বা কে পরাজিত হলো, তা পুলিশের বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, পুলিশের প্রধান কাজ হলো একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যাতে জনগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

রোববার সাতক্ষীরায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসপি আরেফিন জুয়েল বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন কেমন হয়েছে তা আপনারা জানেন। আমরা গণতন্ত্র উত্তরণের এই যাত্রায় সততা ও দক্ষতার পরিচয় দিতে চাই। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধ, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। এছাড়া অনলাইন জুয়া, সাইবার বুলিং এবং কিশোর গ্যাং কালচার বন্ধে বিশেষ অভিযান চালানোর কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন।