Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যান চলাচলের ওপর কড়াকড়ি আরোপের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের সময় টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে ভোটের দিন সাধারণ ছুটি থাকলেও ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

যান চলাচলের বিধিনিষেধ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের মতোই এবারও ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। আর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৭২ ঘণ্টা। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

ভোটের সময় ও ব্যালট পেপার প্রসঙ্গে ইসি সানাউল্লাহ আশ্বস্ত করেন, এবার কোনোভাবেই ‘রাতের ভোট’ বা অনিয়মের সুযোগ থাকবে না। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটের আগের রাতেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে পোস্টাল ব্যালট ছাপানোর কাজ শুরু হবে বলেও তিনি জানান।

আইনশৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে তিনি বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই আচরণবিধি প্রতিপালনে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। ভোটের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলোকে ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হবে।