Image description

রোজা ও পূজাকে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে। রোববার ঢাকার একটি আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, সম্প্রতি ‘ডিএসএন’ নামক একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত এক ভিডিওতে শিশির মনির রোজা ও পূজাকে সমার্থক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। বাদীর মতে, বাংলাদেশের ৯১ শতাংশ মানুষ মুসলিম এবং তারা নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা মূর্তিপূজা করেন। এই দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় রীতিনীতিকে গুলিয়ে ফেলা এবং এক করে উদাহরণ দেওয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল।

অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্য প্রচার করে তিনি জনমনে বিভ্রান্তি ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আদালত গুরুত্বসহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন।