জয়পুরহাট জেলা বিএনপির বড় একটি অংশকে বাদ দিয়ে এক পক্ষ আজ ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির কাউন্সিল আহবান করায় শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন প্রতিহত করতে গত কয়েক দিন যাবৎ শহরে মশাল মিছিল সহ বিক্ষোভ সমাবেশ বিএনপির একাংশের নেতা-কর্মী ও সমর্থকরা। এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবগতির আশঙ্কায় শুক্রবার (১ নভেম্বর) সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সদর উপজেলা এলাকায় স্থানীয় প্রশাসন। গতকাল রাত আটটায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
বৃহস্পতিবার দুপুরে কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ মিনার থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল ওহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হাসান মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, ছাত্রনেতা মাহফুজ শুভ, সাবেক কাউন্সিলর মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপী, হাজেরা খাতুন প্রমুখ।
এদিকে সম্মেলন প্রতিহত করতে বুধবার রাতে শহরে এক বিশাল মশাল মিছিল বের হলে উত্তেজনা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ কিছু নেতাকর্মী অপর পক্ষের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলীমের স্টেশনস্থ দোকান ভাঙচুর করে এতে এক জন আহত হয় ,পাল্টাপাল্টি কর্মসূচী ঘিরে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে ।
এ বিষয়ে পৌর বিএনপি'র আহ্বায়ক মতিউর রহমান বলেন আগামী ১লা নভেম্বর অজ্ঞাত স্থানে জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহবান করেছে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহবায়ক রানা প্রধান। সেখানে আমি সহ দলের বড় একটি অংশকে বাদ দিয়ে তথাকথিত কাউন্সিল আহ্বান করা হয়েছে। যে কোনো মূল্যে ওই ড্যামি কাউন্সিল প্রতিহত করে পরবর্তীতে দলের সকল নেতাকর্মীর অংশগ্রহণ ও মতামতে ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে আমরা কাউন্সিল করবো।
জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব বলেন, শহর ও থানা বিএনপির আহবায়ক সহ দলের বৃহৎ অংশকে বাদ দিয়ে নিজেদের পছন্দমত একতরফা পকেট কমিটি করার লক্ষ্যে তারা অজ্ঞতাস্থানে সম্মেলন ডেকেছে এ সম্মেলন দলের নেতা কর্মীরা কোন ভাবেই মেনে নেবে না , আমরা চাই সকলের অংশ গ্রহণে নির্বাচনের মাধ্যমে কাউন্সিল হবে।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন বিএনপি'র বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের নিয়ে সম্মেলনে করে
বিধি মোতাবেক কাউন্সিল আহবান করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) শহরের নতুনহাট এলাকায় নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
Comments