Image description

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে শুনানিকালে উভয়পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আইনজীবীদের উদ্দেশে আমির হোসেন আমু বলেন, ‘আইনজীবীদের মিলেমিশে থাকা উচিত। এখনকার মতো পরিবেশ সবসময় থাকবে না।’

এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার ছয় দিন রিমান্ডের আদেশ দেন।

এদিন শুনানির সময় আমুর আইনজীবীকে মারধর করেন অন্য আইনজীবীরা। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য আমু আদালতে বলেন, ‘আইনজীবীরা ভাই ভাই, মিলেমিশে থাকা উচিত। এখনকার পরিবেশ কিন্তু সবসময় থাকবে না।’ এ সময় ফের উত্তেজিত হয়ে ওঠেন বিএনপিপন্থি আইনজীবীরা। পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।