বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কে রাজনীতি করবে আর কে করবে না তা জনগণই ঠিক করবে। তবে যারা লুটপাট করেছে, হত্যা করেছে তাদের শাস্তি দাবি করেছেন, বিএনপির এই শীর্ষ নেতা। তিনি জানান, রাজনৈতিক দল হিসাবে বিএনপি বলতে পারে না কে রাজনীতি করবে আর কে করবে না, জনগণ তা ঠিক করবে।
বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন, অথচ আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে পাঠিয়েছেন। ছয় বছর জেলে থাকলেও বেগম জিয়া মাথা নত করেননি। তাকে সুচিকিৎসা পর্যন্ত দেয়নি। ‘জনতার আন্দোলন ও গণ–অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছে। হাসিনাসহ দস্যুরা পালিয়েছে।
তিনি আরও বলেন, ১৫ বছরের জঞ্জাল সরাতে কাজ করছেন, ডক্টর ইউনুস। তাকে একটু সময় দিলে সব জঞ্জাল শেষ করে একটি নির্বাচন দেবেন বলে মনে করেন, বিএনপির এই শীর্ষ নেতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অধ্যাপক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।
মানবকণ্ঠ/এসআর
Comments