Image description

চট্টগ্রামে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় ‘ডিমান্ডিং জাস্টিস ফর সাইফুল ইসলাম’ কর্মসূচি আয়োজন করেছে গণ অধিকার পরিষদের একাংশ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে ফয়সাল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের আহবায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান। কর্মসূচি হতে দ্রুত সাইফুল ইসলাম হত্যার বিচার দাবি করে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

সভায় গণ অধিকার পরিষদের আহবায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ভারত হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ করার ষড়যন্ত্র করছে। সরকারের প্রতি আবেদন, এখন হতে ভারতে কোনো মুসলমানদের ওপর নির্যাতন হলে প্রতিক্রিয়া জানাবেন, প্রতিবাদ জানাবেন।

তিনি বলেন, হিন্দুদের প্রতি আহবান, ভারত বা আওয়ামী লীগের প্ররোচণায় উশৃংখল আচরণ করবেন না, এতে হিন্দু মুসলিম সবাই ক্ষতিগ্রস্ত হবে। ধর্ম বিবেচনা না করে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনেন। আগামীকাল পুনরায় মৌন মিছিল এর ঘোষণা করেন সাইফুল ইসলাম এর হত্যার ঘটনায়।

কর্মসূচিতে যুগ্ম সদস্য সচিব মো. তারেক রহমান বলেন, ফরিদপুরে দুজন মুসলিম শ্রমিক হত্যার ১ বছর হতে না হতেই চট্টগ্রামে আর একজন মুসলিম নাগরিককে পিটিয়ে হত্যা করল হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা। দেশে সৃষ্টির ৫৩ বছরে এমন ঘটনা হিন্দুদের ক্ষেত্রে ঘটে নাই, যে তাদের হিন্দু পরিচয়ের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ইসকন বা সনাতনী জাগরণ বুঝি না, স্পষ্ট কথা আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার চাই। এদের বিচার করতে না পারলে হিন্দু মুসলিম কেউ নিরাপদে ঘুমাতে পারবে না।

কর্মসূচিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে আরও বক্তব্য রাখেন, থোয়াইং চিং মং চাক, আবুল কালাম, রাশেদ প্রধান, মোজাম্মেল মিয়াজী, মোহাম্মদ উল্লাহ মধু, শহিদুল ইসলাম, আরিফবিল্লাহ, ইমাম হোসেন, সোহাগ আফ্রিদি প্রমুখ।

মানবকণ্ঠ/আরআই