বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক নেতার কাছে মুঠোফোনে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার মুঠোফোনে কল দিয়ে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা গণমাধ্যমকে বলেন, ‘সকাল ১১টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে আমার মোবাইলে কল আসে। আমি রিসিভ করার পর এক ব্যক্তি আমার কাছ থেকে অর্থ সহযোগিতা চান। কি জন্য সহযোগিতা জানতে চাইলে স্বৈরাচারী, ফ্যাসিস্ট সরকারের আমলে তারা মামলা-মোকদ্দমার স্বীকার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করতে অনেক টাকা খরচ হচ্ছে, সেজন্য তাদের টাকা প্রয়োজন বলে তিনি আমাকে জানান।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে আমি তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে দুর্ধর্ষ শিবির ক্যাডার নাছিরের লোক বলে জানান। পরে আমি এ বিষয়ে তাকে কোনো সহযোগিতা করতে পারবো না বলে জানাই। এরপর তিনি বলেন, আমি পরে এমন পরিস্থিতে পড়বো ১০-২০ লাখ টাকা দিয়েও পার পাব না। পরে আমি কল কেটে দেই। এরপর আমি থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করি।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম গণমাধ্যমকে বলেন, ‘তিনি থানায় একটি জিডি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
মানবকণ্ঠ/আরইচটি
Comments