আওয়ামী লীগ সরকার ভারতের কাছে দেশকে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দিল্লির কাছে সবকিছু উজার করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জামায়াতের খুলনার পাইকগাছা শাখার আয়োজনে গদাইপুর ফুটবল ময়দানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে। যুবকরাই পারবে একটি শোষণ ও নির্যাতনমুক্ত এবং বৈষম্যহীন সমাজ গড়তে। সবাইকে নিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।
এর আগে, সকালে খুলনার ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। সেসময় বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সমাজ ও দেশকে অস্থির করতে অপতৎপরতা চালাচ্ছে। এছাড়া বিকেলে খুলনার কয়রা উপজেলায় কর্মী সম্মেলনে বক্তৃতা করেন ডা. শফিকুর রহমান।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments