কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে ৩৬ সদস্য বিশিষ্ট ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটি বলছে, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেন।
এই কমিটিতে রয়েছেন, আলাউদ্দীন মোহাম্মদ, ডা. তাজনূভা জাবীন, ফয়সাল আহমেদ শান্ত, মুহাম্মদ হাসান আলী, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, ডা. মো. আব্দুল আহাদ, জাবেদ রাসিন, অলীক মৃ, ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, সারোয়ার তুষার, অনিক রায়, মাজহারুল ইসলাম ফকির, মাহবুব আলম (মাহির), নাহিদা সারোয়ার চৌধু্রি, এস এম শাহরিয়ার, মশিউর রহমান, মোহাম্মদ মিরাজ মিয়া, আলী আহসান জুনায়েদ, ডা. তাসনিম জারা, মনিরা শারমিন, আব্দুল্লাহ আল আমিন, এস এম সাইফ মোস্তাফিজ, ড. আতিক মুজাহিদ, মো. নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম আদীব, রাফে সালমান রিফাত, মুশফিক-উস-সালেহীন, আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সালেহ উদ্দিন সিফাত, আশরাফ উদ্দিন মাহদি, আকরাম হুসাইন সিএফ, সারজিস আলম, সামান্তা শারমিন, আখতার হোসেন ও মুহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ার।
জাতীয় নাগরিক কমিটি থেকে আরও জানানো হয়, এই নির্বাহী কমিটি বিদ্যমান অর্গানোগ্রাম অর্থাৎ আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠকের অধীনেই কার্যক্রম পরিচালনা করবে।
মানবকণ্ঠ/আরআই
Comments