দলীয় শৃঙ্খলা ভঙ্গের ইস্যুতে ছাত্রদলের ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও ৫০০ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
সম্প্রতি একটি আলোচনাসভায় অংশ নিয়ে লেজুড়বৃত্তিক সংগঠন প্রশ্নে এ তথ্য জানান তিনি।
নাসির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
তিনি জানান, গত ১৫ বছরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে লেজুড়বৃত্তিক শব্দটি অনেক বেশি আলোচিত হচ্ছে।
নাসির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে ছাত্রদল পরিচালিত হলে আমরা দোষের কিছু দেখি না। বামপন্থী ছাত্রসংগঠনগুলোও তাদের মূল দলের আদর্শে অনেক দিন ধরে রাজনীতি করে আসছে। তাতে কোনো সমস্যা হয়নি।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments