Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানীতে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে দলটির  ‘অগ্রগতি পর্যবেক্ষণ টিম’। অনেকে সেই সিদ্ধান্ত মেনে নিজেদের লাগানো ব্যানার-পোস্টার নামালেও কেউ কেউ এখনও তা সরিয়ে নেননি। এসব নেতাকর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত মতিঝিলের দিলকুশা ক্লাবের সামনে থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক পানি উন্নয়ন বোর্ড ওয়াপদা ভবন, জীবন বীমা কর্পোরেশন, বিএডিসি, রাজউক ভবন, শিল্প ব্যাংক ভবন পর্যন্ত সকল ভবন ও রাস্তায় দলীয় পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।

পর্যবেক্ষণ টিমের উপস্থিত ছিলেন— বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য হাবিবুর রশিদ হাবিব, ওমর ফারুক শাফিন, রাশেদ ইকবাল খান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নেতা গোলাম সরোয়ার জাকির হোসেন সিদ্দিকী, আলী আকবর চুন্নু, জাকির হোসেন নান্নু, সাগরেজ জামান ও পারভেজ রেজা প্রমুখ।

মানবকণ্ঠ/আরআই