Image description

দেশের আরও ১৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। গত ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।

এসব কমিটির মধ্যে ২টি হয়েছে ঢাকার থানা-উপজেলায়, বাকি ১২টি ঢাকার বাইরের থানা-উপজেলায়। এ নিয়ে এখন পর্যন্ত দেশের ১২২টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ও উপজেলা ২৮টি। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও তারা কমিটি করেছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলার ৯৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

নতুন কমিটিগুলোর মধ্যে গত ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় ৪৭ সদস্যের, ঘিওর উপজেলায় ৪৯ সদস্যের, জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭৬ সদস্যের, নাটোর সদর উপজেলায় ১২৩ সদস্যের, রংপুর জেলার কোতোয়ালি থানায় ৪২০ সদস্যের, ২৯ ডিসেম্বর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় ৭৩ সদস্যের, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ৪৮ সদস্যের, ঢাকার আশুলিয়া থানায় ৪৭০ সদস্যের, শাহবাগ থানায় ২০১ সদস্যের, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ১৯০ সদস্যের, কুমারখালী উপজেলায় ১৯২ সদস্যের, ১ জানুয়ারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানায় ৮৯ সদস্যের, টঙ্গী পশ্চিম থানায় ৮৬ সদস্যের এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ১২৯ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি।

সর্বশেষ ঘোষিত এসব কমিটির প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় নাগরিক কমিটির মোট প্রতিনিধি এখন ৩ হাজার ৪৩৭ জন আর ঢাকার বাইরে ১২ হাজার ৮৪০ জন। ঢাকা ও ঢাকার বাইরে মিলিয়ে তাদের মোট প্রতিনিধি এখন ১৬ হাজার ২৭৭ জন।