সদ্য প্রয়াত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এ খালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, এস এ খালেক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। জিয়াউর রহমানের আদর্শের প্রতি আস্থাশীল ছিলেন।
রোববার (০৫ জানুয়ারি) এস এ খালেকের মৃত্যুর পর শোকবার্তায় তারেক রহমান এ কথা বলেন।
শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এসএ খালেক একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত।
তারেক রহমান বলেন, প্রয়াত বিএনপি নেতা ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে এস এ খালেকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, এস এ খালেক দলের কল্যাণে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন নিবেদিত প্রাণ নেতা হিসেবে ঢাকা মহানগর বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস এ খালেক।
মানবকণ্ঠ/এসআরএস
Comments