বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না বিএনপি। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত আগামী কাউন্সিল উপলক্ষ্যে প্রস্ততি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, স্থানীয় সরকারের ব্যাপারে সরকার একটি কমিশন গঠন করেছেন। এ কমিশন কি রিপোর্ট দেয় তা আমরা আগে দেখতে চাই। তারপর আমরা আমাদের দলের অবস্থান কি সেটা আমরা বলবো। এই সরকার সংস্কারের কথা বলছেন। সরকারকে আমরা বলতে চাই, সংস্কারের জন্য এক বছর সময় লাগে না। বেশি সংস্কার করলেও ৬ মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব।
সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সংস্কার করার জন্য এত তালবাহানা করার দরকার কি? সরকার নিজেও কোনো সংস্কার করছেন না। তাহলে নির্বাচন দিতে সমস্যা কোথায়?
মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো অনেকে উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments