Image description

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলটির প্রথম কেন্দ্রীয় সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান পদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় এই ভোটগ্রহণ শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সশরীর ও অনলাইনের মাধ্যমে ভোট দেন।

জানা যায়, দেশ-বিদেশে অবস্থানরত প্রায় ২,৮০০ জন কাউন্সিলর এই নির্বাচনে ভোট দিয়েছেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে এবং প্রবাসী ও অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট দেন।

মানবকণ্ঠ/এসআর