আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জনমনে অসন্তুষ্টি আছে: নুরঅন্তর্বর্তী সরকারের কার্যক্রমে জনমনে অসন্তুষ্টি আছে: নুর
জানা গেছে, দেশের মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরবে বিএনপি।
এর আগে দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি। এদিন চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ব্যাপারে উদ্যোগ নিতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
মানবকণ্ঠ/আরআই
Comments