Image description

যুদ্ধ এখনও শেষ হয়নি, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। আজ শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘বাংলাদেশ শতকরা ৯১ ভাগ মুসলমান অধ্যুষিত দেশ। এর মানে এই নয় মুসলমান ছাড়া এই দেশে আর কেউ শান্তিতে বসবাস করতে পারবে না।’

শফিকুর রহমান বলেন, ‘যে জাতির বীরেরা, সন্তানেরা এরকম জাতির জন্যে, জাতির স্বাধীনতার জন্যে, মানবতার বীরের মতো গর্জন করতে পারে, ইনশাল্লাহ এই জাতির ওপর আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না।’

মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ‘আমাদের বিনয়ী অনুরোধ যদি কেউ না রাখতে পারে তাহলে জেনে রাখা উচিত, যুদ্ধ এখনও শেষ হয়নি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনও- আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজ, ঘুষ মুক্ত একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ে আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

কর্মী সম্মেলন উদ্বোধন করেন জুলাই বিপ্লবের শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। এর আগে অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়।