সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপি নেতা রুহুল কবির রিজভী আদিবাসী বিষয়ে বলেছেন, আমরা সবাই নাগরিক। কিন্তু একটা বিশেষ জাতিগোষ্ঠী আছে, যারা আদিবাসী আমরা কে তাহলে? আমরা কি পরবাসী।
তিনি আরো বলেন, এখানে মূল যে ধারাটা হলো বাঙালি জনগোষ্ঠী। তখন প্রশ্ন করে তিনি বলেন, আমরা কারা তাহলে? আমরা কি আদিবাসী নই। আমাদের তো কোন তারিখ সময় নাই। যে আমরা এত তারিখে এসেছি।
এসময় তিনি আরো বলেন, আমেরিকার সাদারা তাদের তারিখ আছে। তারা ১৪৯২ সালে সাদারা আমেরিকা খুঁজে পেয়েছে। তারপর থেকে সেখানে সাদারা যাওয়া করেছে। কিন্তু আমাদের তো তারিখ নাই এখানে৷ যখন কোন জাতিগোষ্ঠীরা এ কথাটা বলবেন তখন প্রশ্ন আসে আমরা কি তাহলে? আমরা কি পরবাসী।
মানবকণ্ঠ/আরআই
Comments