সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এনায়েতপুর থানা আমলি আদালতের বিচারক ওমর ফারুক এই অনুমতি দেন।
সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি সহকারি কৌঁসুলি (এপিপি) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে বেলকুচি আমলি আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই রিমান্ড শুনানি শেষে বিচারক তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দেন।
এর আগে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় এনায়েতপুর থানা আমলি আদালতে একই বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন দুপুরে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তারা তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে জেলা পুলিশ ৪ আগস্ট এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট পুলিশের দায়ের করা একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে প্রেরণ করেন। এই মামলার পর ১১ বছর আগে মিছিলে হামলার ঘটনায় গত ৫ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাদী হয়ে বেলকুচি থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন।
মানবকণ্ঠ/এসআর
Comments