Image description

নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, সংস্কারের নামে কালবিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন। বিগত আন্দোলনে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে । 

বিএনপির এই নেতা আরও বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি এখনও রয়ে গেছে। এর বিরুদ্ধে আরেকটা আন্দোলন করতে হবে। মিথ্যা সাক্ষী দিয়ে শেখ হাসিনা সরকার আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমাকে কয়েক বার হত্যার চেষ্টা করেছিলো। আল্লাহ আমাকে রক্ষা করেছে।

সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন। এসময় আরো বক্তব্য রাখেন, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/এসআর