দেশে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হলে ন্যূনতম সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সফরকালে পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় বল্লামুখী বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ প্রয়োজন। ন্যূনতম সংস্কার না হলে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না। সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে।
জামায়াত আমির বলেন, এমন একটি নির্বাচন হতে হবে যেখানে স্বাচ্ছন্দ্যর সঙ্গে সব ভোটার ভোট দিতে পারে এবং সব প্রাপ্ত বয়স্ক মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে। সেটি দেশে এবং বিদেশে দুই জায়গাতেই হতে হবে। কারণ নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের বিশাল অবদান রয়েছে।
জুলাই আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, এতবড় পরিবর্তন হয়েছে এবং যারা এর জন্য ত্যাগ তিতিক্ষা করেছে, যাদের জন্য এ নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তাদের প্রতি সম্মান রেখে আমরা ৩টি কাজকে প্রাধান্য দিয়েছি। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, আহত পঙ্গু যারা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেটি সরকারসহ সবাই মিলে করতে হবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। দলীয়ভাবে আমরা যতটুকু সামর্থ্য তা করে যাচ্ছি।
বল্লামুখা বাঁধ পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, গত বর্ষা মৌসুমে এখানে লঙ্কাকাণ্ড ঘটেছে। লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ ভেঙে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার সময়ে এসে কিছু করতে পারিনি তাই নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আবার মানুষের খোঁজ খবর নিতে এসেছি। এ বাঁধ দুই দেশের সীমান্তের মধ্যে পড়েছে। ভারতের অংশের ভাঙার কারণে আমার দেশের মানুষ কষ্ট করছে এটি হতে পারে না। এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। সরকারকে এ বিষয়ে শান্তিপূর্ণ স্থায়ী সমাধান করতে হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments