Image description

ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনা দেশের গণতন্ত্র বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন মেজর হাফিজ। 

বিএনপির এই নেতা বলেন, আমরা মনে করি, আগামী দিনের গণতন্ত্র চর্চায় বাধা দিতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এবং এর পেছনে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা তা জানার চেষ্টা করব।

মেজর হাফিজ বলেন, গতকাল রাত থেকে যে ঘটনা (৩২-এর বাড়িতে হামলা-ভাংচুর) শুরু হয়েছে সেটি এখনও চলমান। কারা করেছে সে তথ্য নেই। সরকারের কী ভূমিকা তাও আমাদের কাছে নেই। আমরা আরও কিছু সময় অপেক্ষা করব। আজকের দিনের মধ্যেই পরিষ্কার হবে, কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এই ঘটনার জন্য দায়ী। পূর্ণাঙ্গ তথ্য পেলে আমরা বিএনপির পক্ষ থেকে মিডিয়ার সামনে নিজেদের মত জানাবো।

মেজর হাফিজ বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনকে ভুলে গেলে চলবে না। তাই সবার মধ্যে ঐক্য জরুরি। শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে প্রতি মূহূর্তে দেশকে অস্থিতিশীল করার উস্কানি দিচ্ছেন।

এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করার আহ্বান জানান।

মানবকণ্ঠ/এসআর