Image description

দেশে সংস্কার যদি হতে হয় তবে তা শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে  নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, দেশে সংস্কার যদি হতে হয় তবে তা শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া দেশে ইসলামি মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিতে হতে হবে।  

আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। 

ভারতের প্রসঙ্গ উল্লেখ করে গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, বজ্জাত (শেখ হাসিনা) মহিলাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান যে অপরাধ করেছে সে অপরাধ ক্ষমাযোগ্য নয়। স্বাধীনতা, সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।

নরসিংদী পৌর ঈদগাহ মাঠে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, নজরুল ইসলাম আজাদ, সদস্য আব্দুল কাদের ভুইয়া জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, রাশেদ ইকবাল খান, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি বেগম রোকেয়া আহমেদ লাকী, আবু সালেহ চৌধূরী, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দীপু, আকবর হোসেন, ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, আমিনুল হক বাচ্চু প্রমুখ।

মানবকণ্ঠ/এসআর