Image description

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির দুই গ্রুপের কর্মী সমর্থকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সারে দশটায়  পবিপ্রবি ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্বরে এ হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসের এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় যোগ দিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী  আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবির ক্যাম্পাসে আসেন।  এসময় আলতাফ হোসেন চৌধুরীকে তার অনুগত কর্মী-সমর্থকরা  মুক্তবাংলা চত্বরে স্বাগত জানাতে জমায়েত হন।   এ অনুষ্ঠানে দাওয়াত না করায় বিএনপির অন্য একটি গ্রুপ তাদের উপর হামলা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বিএনপি নেতা জসিমউদদীন হাওলাদার, মতিউর রহমান দিপু গুরুতর জখম হয়। 

আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে  বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় মতিউর রহমান দিপু বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনাটি ঘটেছে।

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা (উপজেলা বিএনপি) কিছুই জানি না। হামলা সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। 

কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সংঘর্ষের ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখ জনক আখ্যায়িত করে বলেন, তদন্ত হচ্ছে, অভিযুক্তদের শাস্তি পেতে হবে।

মানবকণ্ঠ/এসআর