Image description

রোজার প্রথম দিনে গণ-ইফতার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। শনিবার (১ মার্চ) গণতান্ত্রিক ছাত্রসংসদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই গণ-ইফতার কর্মসূচি পালন করা হবে। প্রকাশিত এক ফটোকার্ডে বলা হয়, স্বৈরাচার মুক্ত রমজানের প্রথম ইফতার আমাদের। ২ মার্চ গণ-ইফতার কর্মসূচির স্থান টিএসসি। 

গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এর প্রতিবাদ জানিয়ে প্রথম রোজাতে (১২ মার্চ) গণ-ইফতারি কর্মসূচি গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও গণ ইফতার কর্মসূচি পালন করা হয়।