
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা ও সদর উপজেলার কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন পদবঞ্চিত শিক্ষার্থীরা।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের এনএস রোড পৌর বাজারের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ও সদর উপজেলা কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। বিগত ১৬ বছরে যারা আওয়ামী লীগ-ছাত্রলীগের দালালি করেছেন তাদের নিয়ে এই কমিটি করা হয়েছে। কমিটি পাওয়ার পর থেকেই টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করেই চলেছেন আহ্বায়ক ও সদস্যসচিবসহ এই কমিটির বেশ কয়েকজন নেতাকর্মী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আনভি বলেন, আমরা আন্দোলন-সংগ্রামে যারা ছিলাম, তাদের কমিটিতে রাখা হয়নি। আপনারা আন্দোলনের ফুটেজ দেখেন। আমরা এই কমিটি মানি না। এই কমিটি বাতিল করতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আয়াশ, নাবিল, রাব্বি, পারভেজ, আনভি আলিফ, আনাস, সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments