Image description

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।  এরপর আরও ৬ বছর পেরিয়ে গেলেও আর কোনো ছাত্র সংসদের দেখা পায়নি দেশের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় এ বিদ্যাপীঠ। মঙ্গলবার বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে ডাকসু, জাকসুসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বিষয়টি সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, অনতিবিলম্বে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুসহ সারাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন এবং স্মারকলিপি প্রদান।

মানবকণ্ঠ/আরআই