Image description

সংস্কারের নামে যারা কালক্ষেপণ করছে তারা দেশ ও মানুষের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। এ সময় তিনি দেশের জনগণের নিরাপত্তা জোরদারে সরকারের প্রতি আহ্বানও জানান।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ফরিদপুরে যুবদলের আয়োজন করা ইফতারি মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন শামা ওবায়েদ। 

শামা ওবায়েদ বলেন, ‘সংস্কারের নামে যারা কালক্ষেপণ করতে চায়, তারা দেশের ভাল চায় না, গণতন্ত্র চায় না। তারা মানুষের শত্রু, দেশের শত্রু। দেশের মানুষ ভোটের আশায় আছে। এই যুব সমাজ গত ১৭ বছর ভোট দিতে পারেনি। ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মাহুতির মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, তাকে ধ্বংস না করি। সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন স্বচ্ছ দুর্নীতিমুক্ত সরকার ও সংসদ গড়তে হবে। সেজন্য সেটা প্রতিষ্ঠা করতে মানুষ তার পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিতে চায়।’ 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, ‘রাজধানীসহ সারা দেশে চুরি, ছিনতাই, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। এসব নিয়ন্ত্রণসহ নারীদের নিরাপত্তা জোরদারের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে গুরুত্ব দিতে হবে।’

শামা ওবায়েদ বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনার পতন হয়েছে। কিন্তু তার দোসররা চারপাশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপির কিছু সুবিধাবাদীর ঘাড়ে চরে আওয়ামী লীগের দোসররা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সেখান থেকে সবাইকে সাবধান হতে হবে।’

জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম. কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।