
ফেনীর দাগনভূঞায় ইফতার মাহফিলে ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর মকবুলের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিগত কয়েকমাস ধরে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এসব দ্বন্দ্বের জের ধরে ইফতার মাহফিলের ব্যানারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম থাকাকে কেন্দ্র করে সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, পূর্বঘোষিত বিএনপির ইফতার মাহফিলে আমিসহ দাগনভূঞা পৌরসভা ও থানা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ইফতার অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপির আহ্বায়কের নাম দেখে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই ব্যানারটি সরিয়ে অন্য একটি ব্যানার লাগাতে চান। এমন সময় উপজেলা বিএনপির আহ্বায়কের ১০-১৫ জন অনুসারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ইফতার মাহফিলের মতো আয়োজনে এমন হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।
এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments