Image description

কর্ণাটকের মন্ত্রী কে এন রাজান্নার একটি চাঞ্চল্যকর মন্তব্য ভাইরাল হয়েছে। যেখানে তিনি ভারতের প্রায় ৪৮ জন প্রভাবশালী রাজনীতিবিদ হানি ট্র্যাপের শিকার হয়েছেন বলে দাবি করেছেন। সম্প্রতি বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি এই দাবি করেন।

কে এন রাজান্না বলেছেন, কেন্দ্রীয় নেতাসহ ভারতের প্রায় ৪৮ জন বড় রাজনীতিক হানি ট্র্যাপের শিকার হয়েছেন। তাদের মধ্যে মন্ত্রী-এমপিও রয়েছেন। তার এই মন্তব্যের পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টির সত্যতা যাচাই করতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিধানসভায় দেওয়া ভাষণে কে এন রাজান্না বলেন, ‘আমার জানামতে, প্রায় ৪৮ জন নেতা এই সিডি ও পেনড্রাইভের (হানি ট্র্যাপ) শিকার হয়েছেন। এটি শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়। আরও অনেকের সঙ্গে এটা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কর্ণাটককে বলা হয় হানি ট্র্যাপের কারখানা। এটি একটি গুরুতর অভিযোগ। আমার কাছে তথ্য রয়েছে, তুমকুরুতে দুজন মন্ত্রী হানি ট্র্যাপের শিকার হয়েছেন।’ 

তিনি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করবেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবেন। 

তিনি বলেন, ‘এর পেছনে কারা রয়েছে? এর সঙ্গে কারা জড়িত? সবকিছু বেরিয়ে আসুক। জনগণ জানুক।’