
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নেয়নি বর্তমান সরকার।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহুম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন শেখ হাসিনা আমলের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।
শাসনামলে ‘গৃহপালিত’ বিরোধীদলের তকমা পাওয়া জাপা আগস্টে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছিল। কয়েকবার আলোচনায় ডেকেছিল। কিন্তু অভ্যুত্থানের ছাত্রনেতারা গত তিনটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়া জাপাকে স্বৈরাচারারের দোসর আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানায়। এরপর থেকে সরকার আর ডাকছে না জাপাকে। দলটির কার্যালয়ে হামলাও হয়েছে। জাপাও সরকারের সমালোচনা করছে। রাতের ভোটের নির্বাচনে জি এম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
জি এম কাদের বলেছেন, যে সময়ের মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে তখন হুসেইন মুহম্মদ এরশাদ দলের চেয়ারম্যান ছিলেন। সেই দলের সিদ্ধান্ত নিতেন তিনি। তখন নাকি দুর্নীতি করেছি! জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। সামনে সুদিন আসছে, জনগণ জাপার সঙ্গে আছে। ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্তি দিতে যে পথে যেতে হয়, সে পথেই এগিয়ে যাব। জেলে নিলে নেবে, ফাঁসি দিলে দেবে।
Comments