Image description

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পতিত হাসিনা বিএনপিকে দমন করতে রাষ্ট্রের প্রতিটি শক্তি ব্যবহার করেছে। আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যে মামলায় জর্জরিত নন। শুধু নেতাকর্মীরাই নয়, তাদের পরিবারের প্রতিও করা হয়ে অবিচার-অনাচার। 

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র নিজের রাজত্ব ধরে রাখতে, লুন্ঠিত অর্থ নিরাপদ রাখতে দেখে গণহত্যা চালিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমন করতে পৃথিবীতে কোনো স্বৈরশাসক এত হত্যাযজ্ঞ চালায়নি। হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার মত নির্মমতাও তারা দেখিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার তরান্বিত করতে হবে।

শুক্রবার জেলা কার্যালয়ের সামনে ভোলা জেলার সদর উপজেলা আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যানে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ইশরাক বলেন, খালেদা জিয়াকে যখন অন্যায়ভাবে বন্দী করা হয় তখন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেতৃত্ব দেন তারেক রহমান। জুলাই বিপ্লবেও একদফার আন্দোলনের ছক তৈরি করেছিলেন তারেক রহমান। কিন্তু এগুলো আমরা কখনও জাহির করে নাই। কিন্তু ৫ আগষ্টের পর একটি অপশক্তি এবং গুটি কয়েক রাজনৈতিক দল জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। যার কারণে এ আন্দোলনে কাদের ভূমিকা মূখ্য এবং জোড়ালো ছিলো তা আমরা জনসম্মুখে প্রকাশ করেছি। আমারও মনে হয় না এগুলো জনগণের কাছে আমাদের প্রমাণ করতে হবে। আমরা দীর্ঘ ১৬ বছর যে আন্দোলন সংগ্রাম করেছি তা জনগণ যথেষ্ট ওয়াকিবহাল রয়েছে।

তিনি বলেন, আমাদের এই সংগ্রামের উদ্দেশ্য ছিলো গণতন্ত্র, বাকস্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্র যাতে আমাদের রক্তচুক্ষ দেখাতে না পারে। এই লক্ষ্যই যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি। আমাদের চূড়ান্ত পরিক্ষা দিতে হবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। 

নেতাকর্মীদের উদ্দেশ্য প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, আমাদের ভুলে গেলে চলবে না আমরা এঝনও বিরোধী দল। আমাদের অত্যন্ত সংযত আচরণ করতে হবে। সংশোধিত হতে হবে। বিশেষ করে গণঅভ্যুত্থানের আলোকে জনগণের প্রত্যাশা মোতাবেক রাজনীতি ডেলিভারি দিতে হবে। তাইলেই আমরা জনগণের যে সমর্থন অর্জন করেছি তা ধরে রাখতে পারবো। আমাদের নেতা তারেক রহমানও বলেছেন আগামী নির্বাচন সহজতর হবে না। বিএনপি জনপ্রিয় দল তা ভেবে বসে থাকলেই হবে না, জনগণের দ্বারপ্রান্তে যেতে হবে। 

ভোলা সদর উপজেলা আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে সদস্য সচিব হেলাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হারুনর রশীদ ট্রুমান, হুমায়ন কবির সোপান, এনানুল হক প্রমুখ।