Image description

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের নির্বাচনের আয়োজন ছাড়া দেশের জন্য কোনো বিকল্প নেই। তিনি আরও জানান, যদি কোনো বড় ষড়যন্ত্র থাকত, তবে তা তাদের কাছে পরিষ্কারভাবে দেখা যেত।

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের প্রেক্ষিতে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টা ছাত্রদের প্রতি দুর্বলতা প্রকাশ করেছেন, যা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির কাছ থেকে প্রত্যাশিত নয়। যদি একজন নিরপেক্ষ ব্যক্তির বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব থাকে, তবে তা সন্দেহজনক হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে কিছু রাজনৈতিক দল নিয়ে গুঞ্জন রয়েছে, সরকার থেকে একটি দল পরিচালিত হচ্ছে। আমি মনে করি, এটি নৈতিকভাবে শোভন নয়। যদি কেউ দল গঠনে কাজ করছেন, তবে তাদের পরামর্শ দেওয়ার মতো ভূমিকা থাকলেও এটি সঠিক নয়। এটি নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।’

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা নিয়ে তিনি বলেন, ‘যেকোনো কারণে যদি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা না হয়, তবে মানুষের মধ্যে সন্দেহ বাড়ছে। এটি হলে ভালো হতো, যাতে নির্বাচন নিয়ে মানুষ নিশ্চিত হতে পারে।’

এছাড়া, তিনি বলেন, ‘সরকারের নির্বাচন দেওয়া ছাড়া দেশের সামনে কোনো বিকল্প নেই। যদি বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকত, তবে তা আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠত।’

অন্তর্বর্তী সরকারের ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ যদি সক্রিয় না থাকে, তবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়।’