Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘দল গঠনের পরে আমরা মাসখানেক সময় পেয়েছি। ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টিকে মোটাদাগে দুইটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

আমাদের মুখ্য সংগঠক যারা আছেন, তারা আরও কয়েকটি ছোট ছোট অঞ্চলে বিভক্ত করে সারা দেশে কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছেন। আমরা সারা দেশের মানুষের থেকে তাদের ইতিবাচক সাড়া পাচ্ছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।