Image description

এপ্রিলের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের রোডম্যাপ হলেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জানা যাবে।

এদিকে, প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। ভূ-রাজনৈতিক কারণেই প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাকা উচিত।

বিএনপির মহাসচিব বলেন, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বাংলাদেশের প্রতি। যা কাজে লাগানো উচিত। 

ফখরুল বলেন, উদারপন্থী দলগুলো জাতীয় রাজনীতিতে সুযোগ কম পেলে জঙ্গিবাদ উত্থানের শঙ্কা থেকে যায়। তিনি মনে করেন, রাজনৈতিক অভিজ্ঞতার অভাবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার।

এছাড়া, শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছানো হলে দেশে সংকট তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।


মানবকণ্ঠ/আরআই