Image description

রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের কুশল বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যেটা বাংলাদেশ অনেক দিন দেখেনি। এই বাংলাদেশের জন্য ১৬ বছর যুদ্ধ করেছি, জেল খেটেছি, লড়াই করেছি।

তিনি আরও বলেন, এই বাংলাদেশ যেন কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্টও যেন করতে না পারে। অন্য কোনো শক্তিও যেন না পারে।

নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে জানিয়ে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেকদিন পর মুক্ত, স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন, নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে। নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সে আকাঙ্ক্ষিত দিন কবে আসবে। কবে তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারবে।